spoken
                                                
                                                     প্রয়োগ ক্ষেত্র : " কর্তার অতীতে কিছু ছিল অর্থে ব্যবহৃত হয় যেমন: তার কলম ছিল, আমার একটি সুন্দর বাগান ছিল " 
                                                
                                                    Structure:
                                                    
                                                     প্রয়োগ ক্ষেত্র : " কর্তার অতীতে কিছু ছিল অর্থে ব্যবহৃত হয় যেমন: তার কলম ছিল, আমার একটি সুন্দর বাগান ছিল "  Structure :  Subject + had + N/P ( অতীতে যা ছিল ) Example:       Question Structure :  Did + Subject + have + N/P ( বর্তমানে যা )?   লক্ষ্য করুন : 1. was / were দ্বারা কর্তা নিজে কিছু ছিল বুঝায় ।         Example: তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন = His father was a police officer. 2. had দ্বারা কর্তার নিজের কিছু ছিল বুঝায় ।         Example: তার বাবার অনেক টাকা ছিল = His father had a lot of money.  
	
	
Person settings:
Example:
